হৃদে আজ আনন্দ মিছিলের শঙ্খ ধ্বনি
পাশে থেকে ভালোবাসো বলে।
পৃথিবীর ক্রন্দন ভরা বস্তিগুলি হাস্যোজ্জ্বল
পাশে থেকে ভালোবাসো বলে।
ফাগুনের পাতা বিহীন গাছের ঢালেও সবুজ কুঁড়ি
পাশে থেকে ভালোবাসো বলে।
কুয়াশার চাদরে মোড়ানো শৈত্যপ্রবাহে ও উষ্ণতার ছোঁয়া
পাশে থেকে ভালোবাসো বলে।
গ্রীষ্মের খরতাপের মাঝেও শীতল পরশের স্নিগ্ধতা খুঁজে পাই
পাশে থেকে ভালোবাসো বলে।
বর্ষার অঝোর ধারায় বৃষ্টির মাঝে ভিজতে ভালোলাগে
পাশে থেকে ভালোবাসো বলে।
হেমন্তের নতুন ধানের পিঠার উৎসব মুখর হয়ে যায়
পাশে থেকে ভালোবাসো বলে।
কেয়া বনের পাশে বসে শরতের সাদা মেঘ দেখতে হারিয়ে যাই
পাশে থেকে ভালোবাসো বলে।
শুকনো পাতার আকুতিও যেন রসময় ভালোলাগার অনুভব
পাশে থেকে ভালোবাসো বলে।
গভীর সমুদ্রে নিমজ্জিত জাহাজের মধ্যেও অসীম সাহস খুঁজে পাই
পাশে থেকে ভালোবাসো বলে।
কুঁড়ো ঘরে বসেই স্বর্গের সুখ অনুভব করতে সক্ষম
পাশে থেকে ভালোবাসো বলে।
অন্ধকার রজনীতে জ্যোস্নার আলোয় স্নানকেলি
পাশে থেকে ভালোবাসো বলে।
সমস্ত দুঃখ কষ্টের মাঝেও হাসতে পারি চির সুখে
পাশে থেকে ভালোবাসো বলে,
এভাবেই পাশে থেকে ভালোবাসো,
দুঃখের দিনে আগলে রেখো
পৃথিবী থেকে চির বিদায়ের দিনে।
T20 বছরের প্রথম কবিতা