কারো অনুভূতি প্রকাশিত
দীপ্তি মান আলোয়,
কারো অনুভূতি চুপসে থাকে
ভেজা শরীরের মতো।
কেউ দেখিয়ে মান, করে যায় যে সুনাম
ভিতরে তাহার ফাঁকি,
সামনে পেলে আমনে বলে
কাছে এলে ডাকাডাকি।
মুখের বুলিতে প্রাণটা জুড়ায়
লক্ষ্য করতে সাধন,
হাজার রকম বাহানা দিয়ে
ভরিয়ে রাখে মন।
ভালোবাসা! এতো ভালোবাসো আমায়
সবচেয়ে আমি যে সুখী,
স্বার্থ তাহার হাসিল হলে দেখি
সাথে আকৃষ্ট সহস্র রমণী।
তখন,
আপনার দুচোখ জুড়ে নামে কেন
শ্রাবন মাসের ঢল,
আসল টাকে নকল ভাবো
বুঝিস নারে ছল।
আবার,
কেউ থাকে দূরে, নেয় না খবর
ভালোবাসায়, নেইকো যেন প্রাণ,
হেসে খেলে তার প্রেম প্রকাশিত
মূল্যহীন তাহার প্রেমের দাম।
ভালোবাসা জানে না সে যে
কিভাবে পাশেই থাকতে হয়,
কিসে প্রিয়জন খুশি হবে খুব
কিসে করতে হয় মন জয়।
নাহি জানে ভাবটা প্রেমের
কিন্তু, হৃদয় গভীরে টান,
তাঁহারই প্রেম ভালোবাসা খাঁটি
পাশে থাকে চিরকাল।
এই দীপ বলে,
মুখের ভাষায় নয়, হৃদয়ের ভাষা বুঝে
সবার সব প্রিয়জন,
অনুভূতি যদিও অপ্রকাশিত থাকে
বুঝে নিও তাহার সহজ সরল মন।