তুমিহীনা
দীপক চক্রবর্তী দীপ

তুমিহীনা একাকীত্ব জীবন
সুঠাম দেহ প্রাণ,
তুমিহীনা মোর কণ্ঠে
আসেনা কোনো গান।

তুমিহীনা সব অন্ধকার রজনী
পাইনা পূর্নিমার দেখা,
তুমিহীনা জীবন ডায়েরি খালি
আসেনা কবিতা লেখা।

তুমিহীনা কুয়াশা ঘেরা ধরণী
রুক্ষ প্রকৃতির রূপ।
তুমিহীনা সাঁঝের বাতি
গন্ধ ছাড়া ধূপ।

তুমিহীনা দেহ জরাজীর্ণ ব্যাধি
বিভেষীকা জ্বালাময়
তুমিহীনা রাজপ্রাসাদ ও যেন
তপ্ত বালি মরুভূমি ময়।

তুমিহীনা বৃষ্টিস্নাত রাত
নির্ঘুম কেটে যায়,
তুমিহীনা ফুল বিছানো পথে
কাঁটা বিঁধে কেন পায়।

তুমিহীনা অস্থিরতা কর্মক্ষেত্রে
হয়ে যায় সব ভুল,
তুমিহীনা ধর্মীয় সভায়
মন থাকে আকূল।

তুমিহীনা জুসের বোতল যেন
তিক্ত নিমের রস,
তুমিহীনা জ্যৈষ্ঠীমধু ডাল
যেন, বিস্বাদময় কষ।

তুমিহীনা শীতের তীব্রতা বাড়ে
গ্রীষ্মে অসহিষ্ণু খরতাপ,
তুমিহীনা শরতের আকাশ বিবর্ণ
বসন্তের কোকিল যেন কাক।

তুমি এলে শুকনো ডালে ফোটে
হাজার রঙিন সুগন্ধি ফুল,
কাছেই থেকো, পাশেই রেখো
তুমিই, সব সুখের মূল।