এবার আমায় করুণা করো
তুমিতো মা সবই জানো,
আমি মন্ত্রহীনা, ক্রীড়াহীনা
দয়া করে মা কৃপা করো।
মায়ার এই বেড়াজালে
আছি শুধু ভোগবিলাসে,
পুত্র কন্যা সঙ্গে লয়ে
উৎসব পার্বণে আছি মেতে।
তুমি তো মা জগৎ জননী,
এই অধমে পাপ না খুঁজো।।
কখনো তুমি রক্ষাকালী,
কখনো তুমি শ্যামারুপী।
কখনো মা তুমি ভগবতী
দুর্গা রূপে তোমায় পূজি।
অসুরের কর ধ্বংস লীলা
সাধুদের রক্ষা করো।
এই জনমের মহা মহা পাপ
করে দিও ক্ষমা করি অনুতাপ,
প্রতিটি ক্ষণে ক্ষণে করি অবিচার
জানা অজানা ভুল,দিওনা অভিশাপ।
যখন হবে মোর বিচার, করে দিও পার
অপরাধ স্বীকার করি,উদ্ধার করো।