হৃদয়ের আঁকা ছবি,
তুমি যে আমার সবই,
তুমি তো ছন্দে ভরা,
জীবনের প্রেমের কবি,
তোমাতে স্বর্গ জানি,
তুমি যে আমার রানী।
আজকে তোমাকে
দিব ভালোবাসার সাদ
তুমি না এলে কাছে
সময় কাটবে যে বিস্বাদ।। *
প্রেমের পরশে
মনে লেগেছে আগুন
প্রেমে নিভে সে আগুন
হবে প্রেমের ফাগুন।। **
তুমি যে প্রিয়জন
প্রাণেরই স্বজন
তোমাকে নিয়ে রচিবো ,অমর প্রেম কাহিনী।।
এই বাহুডোরে
বেঁধে রাখবো তোমাকে
আসুক বৈশাখী ঝড়
জয় করবো মহাশূন্যে।।*
ধরবো না বায়না
আমার রাজার ধন চাইনা
শুধু বুকে দিও ঠাঁই
দূরে থাকা মন সয়না।।**
জীবনে মরণে প্রিয়
ভালোবেসে ভরে দিও
তোমাতেই সুখী আমি, পাশে থেকো চিরদিনই।।