তোদের ছাড়া সত্যিই ভালোলাগে না,
আজ কতদিন হয়ে গেল তোদের দেখি না,
কতদিন তোদের দুষ্টামিতে মন ভরেনা,
সেই চিরচেনা স্কুল ক্যাম্পাসে তোদের লম্প ঝম্প, দৌড়াদৌড়ি অনেক দিনহলো দেখিনা।
হাজারো নালিশ, বিচারক হিসেবে আমি এখন সম্পূর্ণ বেকার।
প্রতিদিনের এসম্বলিতে কতো দিন, একসাথে গাওয়া হয়না " আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি।"
সেই চিরচেনা ক্লাস রুমে , চক-ডাস্টার, ল্যাপটপ-প্রজেক্টর পড়ে আছে, তোদের দেখানো হয়না।
বৃহস্পতিবারের আকর্ষনীয় ক্লাসগুলোর জন্য সারা সপ্তাহব্যাপী অপেক্ষা ! আর হয় না।
তোদের প্রতিদিনকার পেটের ব্যথা, মাথার ব্যথা, জ্বর !! স্যার ছুটি লাগবে । এখন আর হয় না।
একটা বিশেষ ছুটির জন্য অপেক্ষা! এখন আর নেই! প্রতিদিনই যেন ছুটি।
আজকাল তোদের সাথে ফোনে কথা হয়! পড়ালেখা দিচ্ছি নিচ্ছি! কিন্তু সেই অনুভূতি নেই।
অনলাইনে ক্লাস ! আত্মতৃপ্তিতে মন ভরছে না!
আবার দেখা হবে , কথা হবে , পৃথিবী যখন শান্ত হবে!
সেই আশাতেই পথ পানে চেয়ে আছি!
প্রিয় ছাত্রছাত্রীরা!!