পৃথিবীতে যত সুখ আছে , শান্তি মেলে
সবকিছুতেই শুধু টাকা,
টাকা দিয়ে যায় যে কেনা
আজব শহর ঢাকা।

টাকা হলো ধনীর ধন,
প্রেরণা আর প্রেম,
টাকা থাকলে গাঁয়ের বধূ
হয় ইংলিশ ম্যাম।

টাকায় সৎ মায়ের ভালোবাসা
পরিকল্পিত ভাব,
টাকা তুমি ফুরিয়ে গেলে
সবই অবস্বাদ।

টাকায় হয় মর্যাদা মান
টাকায় ডাকে জান,
জ্ঞানী লোকের কদর কমে
মূর্খের সম্মান।

টাকার জন্য দুর্নীতি খুন
আত্মহঙ্কার ,
বিয়ে চাকরির ধার ধারে না
কুহুক চিৎকার।

টাকা ছাড়া মূল্যহীন সব
ঘুরে না ভাগ্যের চাকা,
বিধাতা,
কেন জুড়ে দিলে না হাতে
টাকার গাছের শাখা।