টাকা তুমি অমবস্যার চাঁদ
মাঝেমধ্যে অর্ধেক টা বাঁকা,
টাকা ছাড়া এই দুনিয়ার
সম্পূর্ণ টা ফাঁকা।
টাকা তুমি আপনজনের ভাষা
ভালোবাসা আর আদর,
টাকা ছাড়া যায়না কেনা
শেষ কাফনের চাঁদর।
টাকা তুমি সুখ শান্তি আর
আপন জনের মুখ,
টাকা দিয়ে যায় যে কেনা
দুঃখ আর সুখ।
টাকা তুমি দিবে ধরা
যখন নেই কো প্রয়োজন,
থাকবে নাকো দূর্দশা আর
প্রিয় আপনজন।
টাকা তুমি সেকেন্ড গড
সব কিছুতেই বেস্ট,
টেনশন কমে আসবে সুখ
যেদিন জীবনের হবে রেস্ট।😃