অহংকার ভাব যার নিত্য স্বভাব
সেইপশু করে অনাচার।
হৃদয়ের প্রাপ্ত বিদ্যা মানুষের করে নিন্দা
নিজ হস্তে খুলে নরকের দ্বার।।
অহংকারে মত্ত হয়ে মানব জনম যায় বিফলে
কর শুধু লাভের সন্ধান
বিচার করে মনে জগতের রত্ন ধনে
খুঁজে চল পেতে সম্মান।।
হতে চাও অনেক বড় নদী সাগর পাহাড় সম
অসৎ পথে করে উপার্জন
দুঃখী জনকে পিষে মারো মনুষ্য তারে নাহি ভাবো
খুঁজনা তাঁর সরল সিদে মন।।
কি হবে এই পাপের ধনে মৃত্যু কি পড়ে না মনে
বৃহৎ এ নয় ক্ষুদ্রেই তৃন ভাব।
সোর্য্য বীর্যে গুণী হবে ওপারে ও স্বর্গ পাবে
পরিবর্তন কর নিজ স্বভাব।।