সরস্বতী মাতা তুমি বিদ্যার দেবী
প্রণাম লহ হে আমার,
হে মাতা তুমি মঙ্গল অনন্ত অসীম
কৃপা বিনে সবি অজ্ঞান আঁধার।
বিদ্যা বুদ্ধিতে তুমি শিরমনি
কন্ঠে সুমধুর গান,
ত্রিলোকের জ্ঞান দাতা তুমি
বীণার সুরে ভরাও পরান।
তুমি সরস্বতী মাতা সদগুণ বৈভবশালিনী
বিদ্যাদায়িনী দেবতা,
চন্দ্রবদনি পদ্মাসিনী তুমি শুভ্র বসনধারিনী
হংসবাহিনী করো করুণা।
বাম হাতে বীণা শিরে শোভিত মণি মুকুট
কন্ঠে মোতির মালা,
তোমার স্মরণে যে আসে জ্ঞানে বাঁধা পড়ে
চরণে ফুলের ডালা।
অজ্ঞানতা দূর করো মা ডোবাও বিদ্যার ভারে
বিদ্যা জ্ঞান প্রদায়িনী তুমি,
জ্ঞানের বিকাশ কর মা অজ্ঞানতার তিমিরতা
ধরা থেকে দূর করো সবি।
ধুপ দীপ মধু ফল দিয়ে পূজি পুষ্পাঞ্জলি নাও দেবী
করো জ্ঞানের দৃষ্টি দান,
মনে প্রাণে যেই করে পূজা তোমার স্মরণ সে লভে
বাড়ে ধন ধরায় সন্মান।