সংসার সার অশান্ত আঁধার
যে বুঝিতে পারে
সেই সুখে রয় থাকে সে নির্ভয়
মায়ার সংসারে ।।
নেই কোনো পাপ তবু মানসিক চাপ
ভিতরে গুমড়ে মরে
নির্যাতিত মন জ্বলে ক্ষণে ক্ষণ
কে বুঝিতে পারে?
বাবার বাড়ি ছাড়ি শ্বশুর বাড়িতে পাড়ি
নিয়ে স্বপ্ন সাধ
শাশুড়ির পালা ননদীর জালা
সুখের আবেশ বিষাদ।।
শত রঙিন স্বপন হৃদয়ে করেছে বপন
লন্ডভন্ড হলো এক ঝড়ে
জীবন যে একটাই পুড়ে গেছে হলো ছাই
সুন্দর ধরণী পরে।।
সবাই যখন পর কোথায় নারীর ঘর
কারো কি আছে জানা?
সকল কর্মফল সামান্য দোষে বিফল
জীবন্ত দেহ দোটানা।
তাই এই দীপের কথন বলে মহাজন
হবে পরম সুখী,
ভজ হরি মন গুরুদেবের চরণ
ঘাসফুল নয় তুমি সূর্যমুখী।
কবিতার নাম করন ও ভাবনায় : জোবায়দা আক্তার জেবিন( ছাত্রী)
পঞ্চম শ্রেণি