সন্দেহ একটি মানসিক রোগ,
ঘরে ঘরে এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে।
পরিবার সমাজ গোত্র বা বিশেষে কোনো জাতি
কারোই চিন্তার অন্ত নেই,মহামারী আকারেই দেখা দিয়েছে।
আজ প্রতিটি মানুষের মনেই অশান্তির বীজ বপন হয়ে আছে,
কারণে অকারণে, সময়ে অসময়ে, ঘরে বাহিরে সবাই চিন্তিত।
আধুনিক এই সভ্য সমাজে প্রতিটি স্বামী স্ত্রী এই রোগে আক্রান্ত,
পূর্ব কোনো প্রেম, শশুর শাশুড়ি বা জা ননন এই নিয়ে ব্যথিত।
অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ সারাক্ষণ সন্দেহের চোখে তাকিয়ে,
কলমের খোঁচায়, বা পুকুর চুরিতে সর্বস্ব যাবে ক্ষয়ে,
কম্পিউটার ব্যবহার, সিসি ক্যামেরা, ডিজিটাল হাজিরা সাথে তাল মিলিয়ে যায়,
তবুও অবৈধ বা সাংকেতিক নামে হ্যাক করে নেয় সব কিছুই যায় চলে।
নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে মানুষের দেহ ও অন্তর,
প্রতিদিন গড়ে শত শত মানুষ মারা যাচ্ছে,
এত আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ ডাক্তার, ডিজিটাল হসপিটাল,
কিছুতেই রোখা যাচ্ছে না মৃত্যুর মিছিল,দিন দিন বাড়ছে।
কোনোভাবেই কি হয়না রক্ষা?
অধম দীপক কেঁদে কয়, করিস না রে কোন ভয়
ভালোবাসাই শ্রেষ্ঠ শক্তি, এটাই কর অভিনয়।
দুঃচিন্তা বাদ দিন, মন পবিত্র ও স্রষ্টার প্রার্থনা করুন
সন্দেহ কে সন্দেহর জায়গায়ই রাখুন, অন্তরে অন্তর্ভুক্ত করবেন না।
দেখবেন পৃথিবীটা অপরূপ সুন্দর, সৌন্দর্য্য অবলোকন করুন।
মানুষ হিসেবে মানুষকে ভালোবাসুন, কখনো ধৈর্য্য হারাবেন না।
এতেই শান্তি এতেই সুখ এতেই নিজের কল্যাণ,
সংসারে বাড়িবে কদর, এতেই ভালোবাসা আর সন্মান।