সময় খারাপ বা ভালো এই নিয়ে মন খারাপ করবে ! হতাশা বাড়বে,
সময়ের ব্যবধানে তোমার সুখে থাকা বা হাসিই তার কান্নার কারণ হয়ে দাঁড়াবে।
তোমার দর্শন তোমার কথা হয়তো অন্যের মতো নয়,
তোমার চলাফেরা,তোমার আদর্শ অন্য রকম মনেহয়।
তুমি যা বোঝাতে চেয়েছো হয়তো সে না বোঝার ভান করছে,
তুমি যা করতে চেয়েছো হয়তো সে তার ভুল ব্যাখা দিয়েছে,
সবকিছুই তার সাজানো গোছানো নাটকের সংলাপ।
তোমার ভালো কথা গুলো সবাই ভাবে পাগলের প্রলাপ।
তুমি বিষণ্নতায় ভুগছো! কান্নার রোল তুল না;
হয়তো তুমি আজ কাঁদছো
সুখের সাগরে ভাসছো
অসময় আসতেই পারে !
তাই বলে হাল ছেড়ো না।
একদিন সবাই ভুল বুঝতে পারবে ,
সেটা ছিল তোমার অসময়
তুমি ছিলে সৎ!
অন্যকে ঘৃণা করবে,
নিজে নিজেই সে পুড়ে মরবে
একাকী করবে বসত।
তখন তোমার কদর বাড়বে, গুনিজন মানবে
অন্যকে দিবে গাল,
জীবন পাতার আকুতি, করছে যে সে মিনতি
সবই সেদিন হবে বেসামাল।
দুঃখের পরেই সুখ আসে, অসময় পেরিয়ে সময়
আজ যা মন্দ কাল হবে তা ভালো!
খারাপ সময় শেষ হবে, কিন্তু তোমার ব্যবহার রয়ে যাবে
ভালো সময়ের অপেক্ষা করে জ্বেলে দিও আলো।