একদিন অন্ধকার ফেরিয়ে আসবে আলো,
ফুটবে বাহারি ফুল।
শিক্ষকদের মর্যাদা ঠিকই দিবে
যেদিন কাটবে মোদের ভুল।
সেইদিন হয়তো থাকবেনা
এমন উদার মন,
ছাত্র পড়িয়ে আনন্দ পাবে
নয়তো প্রচুর ধন।
একটু কি বিবেক
দেয়না কারো নাড়া
শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে
নামলো কেন তারা?
পুলিশের লাঠিচার্জ
কর্কশ ভাষা,
জাতির কাছে শিক্ষকদের
এই কি আশা!
অ আ পড়িয়ে যাদের
করেছি দেশ সেরা
তাঁদের কাছেই লাঞ্চিত,
সব হলো দিশেহারা।
বেতন বৈষম্য আর
গ্রেডের উন্নয়ন,
এটুকু চাওয়াতেও কেন
রাজপথে গমন?
ত্রিশগুন বেশি পায় বেতন
মোদের টাইগার ক্রিকেটার,
শিক্ষায় অবহেলা সব
কেন ছারখার?
উন্নত বিশ্বে সেরা
শিক্ষকদের মর্যাদা ও মান
আমরা পিছিয়ে আছি যেন
তিলের সমান।
বেতন বৈষম্য গ্রেডের উন্নয়ন
দাবি করো নিরসন।
শিক্ষাই জাতির শ্রেষ্ঠ স্থান
রাখিও স্মরণ।
আর থাকবোনা রাজপথে,
নিশ্চিত করবো শিক্ষার পরিবেশ
সর্বোচ্চ দিয়ে ছাত্র পড়াবো ,
গড়বো সোনার বাংলাদেশ।