শিক্ষক হলো একটি জাতির
মানুষ গড়ার কারিগর,
শিক্ষার্থীদের সামলিয়ে পরে
সামলায় তার ঘর।
তাঁর আশা চলা ফেরা
সবখানেই সোনালী স্বপ্ন,
মানুষের মতো মানুষ হবে শিষ্য
হবে দেশ রত্ন।
অভাব অনটনে নানান বেড়াজালে
বয়ে যায় তার দিন,
হাসিতে তাঁহার মধুমাখা মুখ
ভিতরে বেদনার বীন।
শিষ্য তাঁর জ্ঞানী গুণী জন
দেশের কর্ণধার,
চালের ফুঁটোতে চাঁদ দেখে গুরু
জীবন করে পার।
নেইতো তাঁহার অভিশাপ কিছু
নেই কোনো অভিমান,
শিক্ষক তিনি শ্রেষ্ঠ সবার
শ্রদ্ধায় ভালোবাসায় জীবনের অবসান।
লাখো শিক্ষকের জীবনের মাঝে
আমিও যে ক্ষুদ্র কীট,
স্নেহ দিয়ে ছাত্ৰ পড়াই
হোক গ্রীষ্ম বর্ষা শীত।
আশীর্বাদ মাগি ,পড়ছেন যত নরনারী
আমি আপনাদের স্নেহের দিপক,
এই জীবনের তরে, সবার ঘরে ঘরে
হতে পারি যেন গর্বিত শিক্ষক।