জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
কোনো সিদ্ধান্ত গ্রহণ,
যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়
সেটাই সাফল্য, না হয় মরণ।
শিক্ষা এবং জ্ঞানী এক নয়,
সামান্য শিক্ষা আছে কিন্তু আমি জ্ঞানী !
সেটাই মূর্খের পরিচয়।
অনেক শিক্ষা পেয়েছি জীবনে !
কোনোটাই স্থায়ী নয়,
স্থায়িত্ব পেলাম ঠেকে আর ঠকে ।
কোনো কাজে নিতে হয় যদি সিদ্ধান্ত,
ঐদিক সেদিক করে পাঁচ কান করি
অবশেষে হয়ে পড়ি ক্লান্ত।
সঠিক সিদ্ধান্ত হীনতায় এখনো জীবন
ভবিষ্যতের পথে কাঁটা বিছানো,
কুলকিনারা পাইনা ভেবে করি কি এখন!
এখানেই জীবনের শেষ নয়!
আর কত কাল এভাবেই চলবে?
হবে ক্ষণস্থায়ী জীবনের পরাজয়।
যারা আমার রাখেন খোঁজ করেন অনেক স্নেহ
ভবিষ্যতে কি করা উচিত আমার
বলে দিন তো কেহ!
যারা নবীন, কিশোর, তরুণ করছো অধ্যয়ন
সঠিক লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও
সিদ্ধান্ত গ্রহণের মোক্ষম সময় এখন।
না হয় পড়বে কঠিন বিপদে
যাতে পুড়ছে আমার দেহ মন,
ভবিষ্যতের দিন যেন নরকের দ্বার
তাতে, জীবনের হবে সমাপন।