মা তো মা ই তবে সৎ কেন!
যদি অসৎ হতো বুঝতাম উনি খারাপ,
কিন্ত সৎ হয়েও করছে কেন এত পাপ!
এরে বোকা মা আবার পাপ করে কেমনে!
মা নয় উনি যে সৎ মা !
নেই নি কভু অন্যের সন্তানকে আপন সন্তান ভেবে,
দেয়নি একটু ভালোবাসা হৃদয় উজাড় করে।
কি বলিস এটা কি করে সম্ভব!
তোমার চোখে যা দেখছো ভালোবাসার তরে
লোক দেখানো স্বার্থ হাসিল জীবন টুকু ভরে।
তাহলে ছোট থেকে বড় করা ?
গৃহপালিত পশুপাখি যেমনি লালন করে,
খাবার দাবার যা দেয় খায় উঠে কিন্তু বেড়ে।
তা হলে পড়ালেখা ?
পড়ালেখা করতে হলে আছে আইন কড়া
দিন রাতের সব কর্ম করে দাও তার পরতে পড়া।
তা হলে এত দূর কিভাবে এলি?
ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মিছে করে খেলা,
দাড়ি চুল পেকে গেল কেটে এলো বেলা।
কি বলিস একটুও স্নেহ নেই?
মিছে করেও বলে কেহ আপন সন্তানের কেটে গেছে হাত
ডাক্তার ডাক,কবিরাজ আন কতদিন পেটে পড়েনা ভাত।
কাপড় চোপড়ে তো টইটুম্বুর?
হাজার হাজার শাড়ি চুড়ি কিনেন সারা বছর জুড়ে
আলমারি সিন্ধুক উপরে পড়ে তিল ঠাঁই আর নাইরে।
তোর অতিথি এলে?
আমার আত্মীয় যেনো অচিন গ্রহের মানুষ অচেনা উচ্ছেদ ভাব,
কথা বন্ধ গায়ের গন্ধ চলে গেলেই যেন লাভ।
দূর বোকা বাবা তো আছেই পাশে
তাইতো একটু নিঃশাস নিতে পারি গো
কিন্তু দুই দিক সামলিয়ে কিভাবে তিনি বাঁচে।
তোদের মতো মা হারা শিশুর এভাবেই কি কাটে দিন
নিপীড়ন আর নির্যাতনের শিকার বাজে কষ্টের বীন।
সৎ মানে তো ভালো মানুষ, হিংসার নেই তো ঠাঁই
এদের মনেও আলো জ্বলুক, মনে প্রানে আমি চাই।