মা, তোমার চরণে ঠাঁই দিও মোরে
করি তোমায় প্রণতি,
আমি ভক্তিশূন্য ,নেই তো পুন্য
করি তোমার আরতি।
তুমি রক্ষাকালি, রূপধারী
করো অসুরের সংহার,
আবার, কৃপা করে ঠাঁই দাও মা
রাঙা চরণে মনিহার।
আমি না জানি ভজন,
না জানি পূজন
করি তোমায় প্রণতি....
চিন্তাময়ী , তারা মা তুমি
করো প্রেমভক্তি দান,
আমি মন্ত্রতন্ত্র জানি নে মাগো
পারিনে দিতে সম্মান।
আমি না জানি সেবন
না জানি লেপন
করি তোমায় প্রণতি...
কৃপাময়ী , মাগো তুমি
রক্ষা করো জগৎ সংসার,
আমি অহংকারে পূর্ন, সাধন শূন্য
করো ভব যদি পারাপার।
যে দিন এ দেহের হবে ইতি
দিও প্রেম প্রীতি
করি তোমায় প্রণতি....
একটা শ্যামা সংগীত রচনার চেষ্টা মাত্র
কথা ও সুর : দীপক চক্রবর্তী