যেন ঠাঁই পাই তব চরণে, মাগো
ঠাঁই পাই রাঙা চরণে।
পুষ্প চন্দনে পুজি গো তোমায়
ভক্তি শুন্য মনে,
হৃদে জমানো বাঞ্ছা গুলো মোর
পাই তোমা স্মরনে,
কেন তোমাকে ভুলিয়া,
না গেনু গলিয়া
বিচার করিয়া মনে।
ঠাঁই পাই রাঙা চরণে।
না চাহিতে দাও গো মা
প্রেম ভক্তি ধন,
না কহিতে বুঝ
আমারী মত অধমের মন।
আমি জনমে জনমে তোমারী হবো
দিবা নিশি প্রেমে মজিয়া রবো
ভক্তি রস আস্বাদনে।
ঠাঁই পাই রাঙা চরণে।
যে হাতে করো মা তুমি
অসুর দমন,
সেই হাতে মা করো
স্নেহ অনুশাসন।
তোমার সেবনে অপরাধ নিও নাগো মা
আপন গুনেতে মা করে দাও ক্ষমা
এই দেহ ইতি সাধনে।
ঠাঁই পাই রাঙা চরণে।