তুই মানে ভরসা,
তুমি আস্থা
তুই মানে চিরঞ্জীব,
তুই মানে ভালোবাসা।
মানুষ যখন দুঃখের বিষে
হারায় গভীর স্রোতে,
তোমার হৃদয় কম্পিত হয়
দুর্যোগ কালীন প্রাতে।
তুমি শুধু নয়তো মানব
সমাজসেবক কর্তব্যপরায়ন,
জাতি ধর্ম নির্বিশেষে আস্থার প্রতীক
দুঃখের দিনে কাঁদে তোমার মন।
ব্যক্তিগত অথবা ধর্মীয়
আচার অনুষ্ঠানে,
কাজের চাপেও খুঁজে নেয় তোমায়
দায়িত্বের মুর্তপ্রতিক হয়ে।
এমন মহামানব জন্মনেয় ধরায়
হাজারের ভিড়ে স্বল্প,
ধন্য তোমার মা জননী
নয়তো রূপকথারই গল্প।
আজি তোমার জন্মদিন
তুমি সুহৃদ, বন্ধু, ভাই,
তোমার স্নেহের ভালোবাসা যেন
শেষ নিঃশ্বাস যাওয়ার কালেও পাই।