তোর হাসিতে দুঃখ ভুলি বিশ্ব জোড়া প্রাণ,
তোর হাসিতে ক্লান্তি আমার হয় যে অবসান।

তোর হাসিতে স্বপ্ন দেখি সামনে চলার শক্তি,
তোর হাসিতে বিষাদ কাটিয়ে পাইযে আমি মুক্তি।

তোর হাসিতে ঘুড়ি উড়াই চিকন আলোর সুতায়,
তোর হাসিতে বিশ্ব পেলাম আপন হাতের মুঠোয়।

তোর হাসিতে অর্থ বিত্ত কুঁড়েঘরে ও ধনী,
তোর হাসিযে হীরা মুক্তা সবার চোখের মণি।

তোর হাসিতে সব ভুলে যাই চাইনা প্রচুর ধন,
তোর হাসিতে রাজ্য সুখী প্রানের আপন জন।

তোর হাসিতেই বাঁচবো মোরা এই স্বপ্নস্বাদ,
মিষ্টি হাসিতেই হাস্যোজ্জ্বল হোক জীবন, করি এই আশীর্বাদ।

মেয়েকে নিয়ে লেখা