তোকে ছাড়া বসে না মন
কাটেনা যে ক্ষণ,
তুই যে আমার ভালোবাসার
অনুভূতির বন্ধন।
পাশে থেকে আদর করিস
ডাকিস আধ স্বরে,
পুলকিত হৃদয়টা মোর
তৃপ্তিতে বুক ভরে।
পূরণ করিস মায়ের অভাব
করিস বুকে খেলা,
তুই যে আমার সাত রাজার ধন
সকাল সন্ধ্যে বেলা।
তোকে নিয়ে স্বপ্ন দেখি
করিস নে কোনো ভয়,
গুরুজনের আশীর্বাদে
করবি বিশ্ব জয়।
অনেক বড় হবি মা তুই
করি এই আশির্বাদ,
মানুষের মতো মানুষ হবি
পূর্ন করবি স্বপ্ন স্বাধ।
কবিতাটি আমার মেয়ে রাই কে নিয়ে লেখা
বয়স ১০ মাস