আকাশের মন ভালো নেই
মেঘাচ্ছন্ন চারদিকে ধুয়াশা
মন বসেনা কোনো কাজে,
গুঁড়িগুড়ি পড়ছে বৃষ্টির ফোঁটা।
সূর্য্যমামা মেঘের আড়ালে,
খেলছে লুকোচুরি খেলা
আশার পানে তাকিয়ে তোমার,
কাটছে সারটি বেলা।
দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো
কাটলো মোহের ভ্রম,
তোমার সাথে আড়ি নিলাম
কথা বলোনা একদম!
সারাদিন যে কেটে গেল
দিলেনা একটু ফোন,
কিসের কাজে ব্যস্ত থাকো ?
প্রেমের নেইকো আলাপন।
বাসায় এসেও বাহিরে থাকো
আড্ডায় কাটে রাত,
মেয়ে হয়ে জন্ম নেওয়াই কি
আজন্ম পাপ!
শত আশায় বুক ভরে যায়
ভালোবাসবে বলে,
পাষাণ হৃদয় তোমার তনু,
ভালোবাসা! নেই কি তোমার মনে?
ভালোবাসার ক্ষণে যদি দূরে দূরে থাকো
কখন বুঝবে আমার মন!
তোমার সান্নিধ্য তোমার ছোঁয়ার তরে
কাঁদায় সারাক্ষণ।
প্রার্থনা করি প্রভুর চরণে
তুমি বিধাতা তুমি দয়াময়,
তাঁহার সুপ্ত হৃদয় কমলে
যেন ভালোবাসার উদয় হয়।