তোমাতে আমাতে কথা রাখা হয়নি
ভালোবাসিও হয়নি বলা,
দেখা হয়েছিল বারে বারে ধরায়
কাছে এসেও এখনো একা।
পথ কেন এতটা বাঁকা।
অভিমান করে, সরে আছো দূরে
ভুল কি ছিলো বলোনা,
ভাইয়েরা চায় না, এ ব্যথা সয়না
করিনি কোনো ছলনা।
কি করে তাঁদের করি বারণ,
ছোট থেকে যারা করেছে লালন
হবে কি মিলন, ভাঙা এই মন
জীবন ক্ষণে, হৃদয় কোণে
তোমারই ছবিটি আঁকা।
হাঁটতে গিয়ে পথে, নির্জন রাতে
পাশাপাশি বসে দুজনে,
হাতে হাত রেখে, সব কথা বলে গেলে
জড়িয়ে নিলেনা বুকে।
এখন শুধু ঝরে,
অশ্রু দুচোখে
নির্ঘুম কাটে রাত, তোমার কথা ভেবে
শিউলি বনে, একাকী মনে
কেন ঘুরে না ভাগ্যের চাকা।
(গানের জন্য উপযোগী করে লেখা)