তুমি মোর প্রাণ সখা
তুমি কবি গুরু,
তটিনীর ন্যায় বিরাট তব হৃদয়
ভালোবাসা পর্বত সুমেরু।
তব গানে মম প্রাণে
বাজে সুমধুর সুর,
থাকি বিমর্ষ সাহিত্য স্পর্শ
হারাই অনন্তপুর ।
তব সাহিত্য জ্ঞান শান্ত মৃয়মান
সুদূর আকাশ জুড়ে নীল,
নয়তো ভ্রান্ত ধারণা সাহিত্যের শাখায় পদচারণা
তুমি স্বর্গীয় শঙ্খচিল।
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ গুনতে সবার জেষ্ঠ্য
মোর হৃদয়ের কবিগুরু।
তব আশীর্বাদ পূর্ন হউক স্বপ্নসাধ
আজ্ঞায় পথচলা শুরু।
যতদিন রবে সাহিত্য চর্চা ততদিন রবে তব মর্যাদা
অবনীর বুকে অবিনশ্বর।
ক্ষণ ধরায় অমর সৃষ্টি স্বর্গে তোমাতেই হোক পুষ্প বৃষ্টি
প্রার্থনা রত আমি হে, "পরমেশ্বর"।