পুরনো কতো ভুল ছিলো
নিয়ে পুরনো স্বপ্ন ,
দ্বিধা দ্বন্দ্ব , মান অভিমান কাটিয়ে
আসুক শুভ নববর্ষ ।
পাশের মানুষ , কাছের মানুষ
কিবা আমার বন্ধু ,
ভুল গুলি সব ক্ষমা কর
তুমি করুণা সিন্ধু ।
নতুন পোশাক , পান্তা ইলিশ
নেইতো কেনার সাধ্য
বাংলার ঐতিহ্য , উৎসবাদী
অনেকেরই আরাধ্য ।
নয়তো টাকা , নয়তো পয়সা
নয়তো প্রচুর ধন
ভালোবাসা থাকুক সবার
নিয়ে সরল মন ।