বিশ্বাস এক ভয়ানক শব্দ
একবার হারালে শেষ ,
বিশ্বাসে তবু বাঁচতে হয় যে
সারা জীবনের রেশ ।
বিশ্বাসে আবার কৃষ্ণ মিলে
তর্কে তা বহুদূর,
বিশ্বাসে তাই বাসবে ভালো
অনাগত সমৃদ্ধ সুর ।
বিশ্বাস অর্জনে কঠোর তপস্যা
এই যেন স্বর্গ হাতে পাওয়া ,
সামান্য ভূলে বিশ্বস্ত লোকের
হাত কেন ছেড়ে যাওয়া ।
বিশ্বাসে যদি ভালোবাসা আনে
এই বিশ্বাস কেন নাই !
ভূল করে যদি বিশ্বাস ভাঙে ও
মনের মাঝে তোমার ঠাঁই ।