একজনাতে কষ্ট পেলে
অন্যজনা কাঁদে ,
সেইতো প্রেম জানে
বুঝে ভালোবাসার মানে।
একটু দূরে থাকলে প্রিয়
অবুঝ মনের দুখ,
পাশে এসে থাকলে কাছে
সেতো স্বর্গে পাওয়া সুখ ।
দূর পাহাড়ের ঝর্ণা তলায়
হাঁটতে সারাবেলা
দুষ্টামীতে মনটা ভরে
পায়ে পায়ে চলা ।
মনটা আজি উদাস উদাস
থাকছি তোমার সংঙ্গে
সাগর পাড়ে বিকেলে বেলায়
কাটে যে দিন রংঙ্গে ।
কাছে কিবা দূরে থাক
মিশে গিয়ে মনের সীমানায়,
এই জনমে থাকবো তোমায়
ঠাঁই দিওগো মনের কিনারায় ।