বেলায় অশ্রু সজল
বেদনার বালুচর ,
কি যেন কি হারিয়ে ফেলেছি
ব্যথিত অন্তর ।
দিয়েছো প্রেম ভালোবাসার স্নেহ
সন্তান তুল্য ভেবে,
শত অপরাধেও দাওনি আঘাত
ভালোবাসো বলে ।
আজি শুন্য হৃদয় হারিয়ে তোমায়
একাকিত্ব মোদের দিন ,
শূন্যতা হৃদে করে বসবাস
বাজিয়ে দুখের বীণ ।
পরিবর্তনের যাওয়া আসা
সেতো চাকুরীর বিধান ,
দোয়া করবেন সাধ্য মতো
বিশ্বে বাড়ুক অনেক মান ।