আজিকে সেই দিন আবার এসেছে ফিরে
হয়েছিলে তুমি মোর প্রাণ ,
তোমাতে আমাতে একসাথে চলা শুরু
প্রেমের ছোট্ট উপখ্যান ।
হৃদে কম্পিত ব্যথা অচেনা সবই
কিযে আছে ভাগ্যের লিখন,
আপনজন সব হয়েছে আজ পর
পরকে দিয়েছো যে এই মন ।
সংকুচিত মনে তাই খুলে দিয়েছো দ্বার
যা হবার হবে সবই বিধাতার দান,
আর্শিবাদ হলো সারা খাওয়া দাওয়া শেষ
ভগবান তুমি সাক্ষী রেখো মোর মান ।
সেই থেকে আজি শুরু পথ চলা
কি জানি তাঁর অন্তর বলে কি!
আমি দীপ তোমাতে উজ্জ্বল
ভগবানের কৃপা তোমায় পেয়েছি ।
রচনাস্থল : রফিকপুর এক নং সপ্রাবি