কিছু বিদায় ক্ষণস্হায়ী
কিছু বিদায় দীর্ঘ ,
কিছু বিদায় বিস্বাদ ভরা
কিছু বিদায় স্বর্গ ।
কিছু বিদায় অশ্রুসিক্ত
কিছু বিদায় সুখের,
কিছু বিদায় কল্পনাতে
কিছু বিদায় দুখের।
কিছু বিদায় অব্যক্ত থাকে
কিছু বিদায় অন্তর ক্ষত,
কিছু বিদায় চির কান্না
সারা জীবনের মতো ।
কিছু বিদায় দিতে হয়
হৃদয় ভরা কান্নায় ,
অপূরন্ত ক্ষতি হয়
বয়ে চোখের বন্যায় ।
আসা যাওয়ার এইতো পথ
সেতো ভগবানের রীতি ,
শোককে সুখ পুঁজি করে
বাড়াও প্রেম প্রীতি ।