ভালোবাসার গভীরতা
ভালোবাসলে বুঝা যায়,
দূরে থাকলেও কাছে লাগে
যখন, মনের মতো মন পাওয়া যায় ।
আমি তোমার পথের সঙ্গী
সংগে করে নাও,
বুকের মাঝে বাস করো গো
চৈতী ফুলের নাও ।
ভাঙা মনে আলোর প্রদীপ
আসে বসন্ত ,
তুমি থাকো পাশাপাশি
প্রেম যে অনন্ত
সবথেকে ভালো তুমি প্রিয়
তুমিই সকল আশা
এই রোবটে প্রাণের সংঞ্চার
দিয়ে তোমার ভালোবাসা
দুঃখ দূর হোক আলো জ্বলুক
হোক না অনেক ঋণ
তোমার আলোয় এ দীপ রঙিন
কাটুক চিরদিন ।