তোমার তরে বিলিয়ে দিলাম
সকল ভালোবাসা
তুমি আমার সামনে চলার
ভবিষ্যৎ আর আশা ।
তুমি যখন বুকের মাঝে
জড়িয়ে কর খেলা ,
আনন্দেতে বুকটা ভাসে
দারুণ সারাবেলা ।
তুমি আমার মা জননী
তুমি আমার প্রাণ,
তুমি আমার সকল চাওয়া
দুঃখ সুখ আর গান ।
তুমি আমার এই হৃদয়ে
দুঃখ রাতের সঙ্গী
এই হৃদয়ে থাকবে মা গো
ভালোবেসে সন্ধি ।