তব হৃদয়ে মম সঁপেছি
এই অন্তর
সুন্দর সেই সুন্দর ,
জীবন উদ্ভাসিত , গ্রহ তারারো মাঝে
জীবনের নক্ষত্র
সুন্দর সেই সুন্দর ।
তব মন মাঝে
সকাল দুপুর সাঁজে
রুনুঝুনু রুনুঝুনু বাজে
বাজে মনে অকারণে সুর ।
সেই সুরের বচন ধরে
মনের গোপন ঘরে
তুমি এলে হৃদয়ের কোণে
দীবালোকে সোনালি দুপুর । ।
বলা তো হয়না শেষ
সুখে দুখে আছি বেশ ,
কঠিন সময় কালে
তুমি যে প্রাণেরই রেশ ।
সুন্দর সেই সুন্দর .......................