তোমার চোখের আলোয় নামে
অমানিশার ভোর
তোমার আখিঁর মায়ায় আমার
কাটে না যে ঘোর
থেকো তুমি আমার পাশে,
আগলে রেখো মোরে
যুদ্ধগুলো জয় করে সব,
ফিরতে পারি ঘরে
দিনগুলো সব যাচ্ছে চলে,
যাক না দূরে সরে,
অনন্ত এই পথের মাঝে,
হাতটি রেখো ধরে
হাজার বছর নাইবা বাচি,
বাচি যেন সুখে,
বাচি মোরা হেসে খেলে,
ছোয় না যেন দু:খে