অন্ধকারে হারিয়ে যদি
পাই আলোরই দেখা ,
সৌভাগ্যের পরশমণি
হৃদে তোমার নামটি লেখা ।
দুঃখ ভরা ক্লান্ত মনে
কষ্টেরা করে বাস,
তোমার ছোঁয়ায় কষ্ট নুয়ে পড়ুক
সুখ করুক আবাস ।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে
নির্বাসিত মন,
আঁধার ঘরে আলো ঝরে
দীবালোকে _____
তুমি সেই জন ।
আবেগ আর বাস্তবতা
দুই বিপরীত দিক ,
দিবা আলোর স্বপ্নে আমার
জ্বলে উঠুক প্রদীপ ।