দূরে আছো বলে ভেবোনা
দূরেই আমার মন,
কাজে বা অবসরে তোমার স্বত্বা
অনুভব করি সারাক্ষণ ।
তুমি যে প্রিয় মিশে আছ মম
এই হৃদয়ের কোণে ,
গুপ্ত ভাবে করছো বাস
সকাল_দুপুর_ সাঁঝে ।
এইতো সেদিন তুমি এলে মোর দ্বারে
মনেহয় যুগ যুগান্তর চিনি ,
দুঃখে অশ্রু যুগল করে টলমল
হে ভগবান তোমার কাছে ঋণী ।
এ জনম নয় শত জনম পরেও
চির বন্ধনে অটুট রেখো মোরে,
হে ভগবান , তারে সঙ্গে রেখো
মানুষ না হলেও অন্য কোনো রূপে ।