নতুন বছরে পা দিয়ে আজ
ভাবছি মনে মনে
কিভাবে কাটবে নতুন বছর
তাই সংশয় জাগে ।
পিছনের কালো , দুঃসাধ্য কল্পনা
আল্পনাতে হল ছাঁই
নতুন করে যে বাঁধবো মিতালি
তাঁহার বিশ্বাস নাই ।
শুধু কি আমি !
অবশ্যই নয়,
এভাবেই কি শেষ হয়ে যায়
মানবতার পরাজয় ।
অনু থেকে শুরু
হিমালয়ে শেষ,
বজ্রপাতে জীবন
হয় নিঃশেষ
আর্তনাদে কাঁদে বন্ধু
যাঁহার পোড়া মন,
ঈশ্বরে বিশ্বাস রাখুন
এই নিবেদন ,
অন্ধকারের গভীর থেকে
মুক্ত হয়ে চলি,
নতুন বছর ভালো কাটুক
নিয়ে ভালোবাসার দীপাবলী ।