তুমি আছ বলে
অস্থিরতার মাঝে খুঁজে পাই সুখ,
তুমি আছ বলে ......
অন্ধকারের বিভেষিকায় হারায় সব দুঃখ।
তুমি আছ বলে ......
ফুল বাগানে ফুটছে হাহাজার রঙের ফুল,
তুমি আছ বলে ......
মনানন্দে কাটে দিন মন করে আকুল।
তুমি আছ বলে ......
গভীর রাতের স্বপ্ন গুলো অতি মধুর হয়,
তুমি আছ বলে ......
হাসি মুখে মেনে নিবো শত পরাজয়।
তুমি আছ বলে ......
বসন্ত আসে বারে বারে আমার চারিদিকে, তুমি আছ বলে ......
কোকিল শ্যামা ডাকে বনে মিষ্টি মধুর সুরে
তুমি আছ বলে ......
এই দীপ আলোকিত আজি ভীষন অন্ধকারে
তুমি আছ বলে ......
তোমার মাঝেই থাকবো বেঁচে মায়াবী ধরার মাঝে ।