কুয়াশায় চারদিক ছড়ানো ছিলো,
কনকনে হাওয়ায় সূর্য মেঘের ফাঁকে।
দেখেছিলাম তোমায় এক পলকে
নীল শাড়ি পরনে, হালকা হালকা সাজে ।
একবার দেখেই যাকে দিয়েছি এ মন
বিশুদ্ধ প্রেমের স্বাধ,
সেও কি আমায় দিয়েছিল মন !
না, ছিলো মনে বেদনার ফাঁদ ।
মনে ভেবে শান্তি পেতাম
তুমি আপন জন ,,
ছবিতে তোমার তাকাতেই ভয়
যদি হারিয়ে ফেলি মন।
সাত পাকে ঘুরে এলে ভাঙা ঘরে
তুমি তো পূর্ণিমারই চাঁদ,
আমার স্বত্বা সবই তুমি
সন্ধ্যা সকাল রাত ।
যত দিন রবে এ দেহে প্রাণ
বেসে যাব ভালো অনন্ত কাল,
যতটা ভালোবাসা দিয়েছে ভগবান
তোমাতেই করিবো অকাতরে দান ।
লাভ ক্ষতির হিসেব করি না কভু
তোমার ভালোবাসায় ধনী ,
আজি সেই দিন ফিরলো আবার
চিৎকার করে বলি গো ময়না,আমি অনেক সুখী ।