তোমায় রূখিতে সাধ্য আছে কার
তুমি তো বেগমগজ্ঞের উন্নয়নের রূপকার
কেমন ছিলো বেগমগজ্ঞ , স্বাধীনতার পরে,
উন্নয়নের চলক ধারা ছিলো নড়বড়ে ।
ছাত্রছাত্রীর পড়ালেখা ,নতুবা কারো বিয়ে ,
কল্যাণ পরিষদের ছোঁয়ায় তোমায় ,
দিলো তা বদলিয়ে ।
সবুজ শ্যামল, মুক্ত ছায়ায় ,নতুবা পথ চলাতে ,
তোমায় নিয়ে ভাবে সবে শ্রদ্ধায় সগৌরবে ।
স্বপ্ন তোমার
স্বপ্ন দেশের
ডিজিটাল বাংলা
মোদের অহংকার ,
সেই স্বপ্ন সত্যি হতে
পিন্টু ভাই তোমার নির্ভীক হাতিয়ার ।
তুমিতো সৎ মহান প্রাণ
দুখিরে কর অকাতরে দান ।
সৎ পথে যিনি করে দান
তাকে রক্ষা করে ভগবান ।
অবাক পৃথিবী তাকিয়ে রবে
না করে বিদ্বেষ ,
তোমার হাতে রচিত হবে
মুজিবের স্বপ্নের বাংলাদেশ ।