মায়ের কথা পড়লে মনে
চোখে আসে জল,
কেমন আছ মাগো তুমি
জানতে ,
দুচোখ করে টলমল ।
দূর আকাশের তারা তুমি
স্বর্গে তোমার বাস,
মর্তে একা রেখে গিয়ে
করছো কি অভিলাষ ?
না না মা , সেতো কষ্টে বলা
হয়তো মনের ভূল,
জন্ম যদি নাহি দিতে
পেতাম কি কোন কূল !
আজি স্বপ্ন দেখি , বুঝতে পারি
মনের মধ্যে স্বাধ,
দীবালোকের সঙ্গে জীবন কাটুক ভালো
সাথে নিয়ে তোমার আর্শিবাদ ।