স্বার্থপর পৃথিবীতে ঘুরেছি যখন
লেগেছিল সবই অসীম ,
বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনে
বেড়েছে ভালোবাসার ঋণ ।
সেই স্বপ্নের জগতে হাঁটছি যখন
পেয়েছি পূর্ণিমার চাঁদ ,
হবে জীবন রঙের ঝলকে
পুরাবে জীবনের স্বাধ ।
আঁকছি ছবি গাইছি গান
মনেহয় পৃথিবী পূর্ণ
আমি তোমারী অমৃত সুধা
পাথরের মাঝে স্বর্ণ ।
কিন্তু সুখ ! সয়নাতো হৃদয়ে
এলো হোয়াংহো নদীর ঢেউ
মায়াবী পৃথিবীর মায়া ভরা ভালোবাসা
বুঝলো না কাছের মানুষ কেউ ।
দুকূলে দুজন কাঁদি নিরালায়
ভাগ্য দেবীর খেলা ,
সবই ঠিকই থাকবে ধরায়
প্রিয়জন, তোমাদের অবহেলা ।
একটি কথা মনে রেখো ভাই
এই পৃথিবীর পরে,
মনের মিল না হলে কেউই
রয়না কারো ঘরে ।