জ্ঞাত অজ্ঞাত , জানা অজানা
হাজার কথার মাঝে ,
আপন পর , কাছে দূরে
হাজার মানুষের ভীড়ে
আমি খুঁজে বেড়াই,
আমি খুঁজি
জীবনের মানে ।
কোথায় ছিলাম , এলেম কোথায়
কি ছিলো , আছে বা কি !
পাবো কিছু ! না ?
ছুটছি কি মিছে মরীচিকার পিছু,
তবুও আশায় বাঁধি বুক ।
তুমি কেমন প্রিয় সুখ ।
চাঁদনী রাতে বা অন্ধকারে
খুঁজে বেড়াই
জীবনের মানে ।
বন্ধু মহল , আত্মীয় সকল
বিশেষ ব্যক্তি , অশ্রু সজল
পেয়েছো কি কেউ খুঁজে মানে যথার্থ
কি এই দীপের জীবনের অর্থ ?