কিভাবে আমার দুঃখ ঘুছাই
কিভাবে হব সুখি?
মনের অজান্তেই পিয়ানো সুর
আমি কেন এত দুঃখী ?

হঠাৎ ভাবি ধুমপানে সুখ
মদ, মাদকের নেশা,
পরক্ষণে বলে হৃদয়
শিক্ষকতা মোর পেশা ।

স্বপ্নে দেখি বিষের বাঁশি
চোখের অশ্রু জল,
শূন্যতা মোর সঙ্গী সাথি
করে কেন টলমল ।

জন্ম আমার দুঃখে ঘেরা
সুখ পাবো আমি কিসে?
জ্ঞানী গুণী মানুষরা কয়
জীবকে ভালোবেসে ।


ভালোবেসে যাই যে আমি
লুকিয়ে সকল দুখ,
মনটা তবুও প্রশ্ন করে
কেমন তুমি সুখ??