পারিনি তোমায় হ্রদ মাঝারে রাখিতে
ধরিত্রি মাঝে একটি সকাল ,
এই বক্ষে মিশে আছে ওগো
তব নাম চিরকাল ।
সুন্দর সেই সুন্দর । ।
সোনালি সেই দিনগুলি
কাটিনু কত রঙ্গে,
হাতে হাত রেখে মোর
হেঁটেছিলে সঙ্গে ।
অন্তর মোর পুলকিত হয়
ভাবি তোমায় যদি চিরন্তর ।
হ্রদয়ের ভালোবাসা যত
দিয়েছিলে মোরে,
সুরেরই বাঁধনে রেখেছিলে ওগো
তোমারী বাহুডোরে ।
সেই দিন, সেই ক্ষণ আজি
মনে জাগ্রত অনন্তর । ।
আজি প্রভাত বেলায়
শিশির ভেজা ঘাসে,
হাঁটি যখন আমি
ভাবি মন মাঝে ।
ছিলো না তোমার একটুকু ভূল
পারি নি তোমায় রাখতে কাছে ভেবে জাত কূল । ।
কুত্সিত জীবন ভূবন্তর । । ।