বাগানে পাখিদের মেলা
গাছেতে করে যে খেলা ,
সে খেলা দেখে দেখে
কেটে যায় সারাটি বেলা ।
হলদে পাখি মিষ্টি সুরে
যায় সে ডাকি
কুহুকুহু সুরে ডাকে
কোকিল পাখি ,
ময়না ,টিয়া , বাবুই , শ্যামার
গানেরই মেলায়
সুখে দুঃখে কেটে যায়
সারাটি বেলা ।
পায়রা হলো শান্তির পাখি
জাতীয় পাখি দোয়েল,
নানান রঙের পাখির এই দেশ
বুলবুলি , চড়াই , কোয়েল ।
সব পাখির গান শুনে জাগি
ভোরেরই বেলায় । ।