হারিয়ে গেলে , দূরের তারা হয়ে
৩০বছর আগে,
মাগো তুমি দেখতে কেমন ছিলে
আজিকে মনে প্রশ্ন জাগে ।

কেমন ছিলো স্নেহ মায়া
কেমন ছিলো হাসি,
কেমন ছিলো শাসন বারণ
ভালোবাসাবাসি ।

কেমন তোমার ঘুমপাড়ানি ছিলো
গায়ে মুড়িয়ে চাঁদর,
কেমন তোমার রান্না ছিলো মা
জড়ানো সকল আদর ।

কতশত প্রশ্ন জাগে মা
      কারণ
দেখিনি তোমায় চোখে ,
এই ব্যথা মোর ফুরাবে না আর
পৃথিবী ! হাতের মুঠোয় পেলে ।