ছোট্ট বেলায় মা হারালে
হারায়রে জীবনের সব,
কূলহারা অভাগা ছেলে
নামটি তাঁর দীপক ।
বয়স ছিলো পাঁচ ,ছয়,সাত মাস
কি আঁধারে রেখে গিয়ে করছো
দূর অজানায় বাস ।
ছোট্ট দীপু মা মা করে
জীবনটা যার হইলো টক ।
দুঃখ পেলে শিশুরা পায়
মায়ের কোলো ঠাঁই ,
পথে পথে ঘুরলো দীপু
মা যে কাছে নাই ।
দুঃখরা সব বাঁধা বেঁধে
জীবন কড়া করলো লক ।
বাবা দীপুকে আঁকড়ে ধরে
রাখতো তাঁহার বুকে ,
ঝড় বাদলে আগলে তাঁরে
রাখত অনেক সুখে ।
আর্শিবাদ কর মাগো
সেই দীপু যে আজ শিক্ষক । ।