এই শুনছো?
আমাকে বললেন?
আর তো কেউ নেই আশেপাশে।
তাই তো দেখছি !
তোমার বাড়ি কোথায়?
আপনি কে চিনলাম না তো?
উত্তরটা কিন্তু পেলাম না!
বারে ,আমি বাধ্য না উত্তর দিতে ।
তুমি দেখি এখনো ডানপিটে রয়ে গেলে !
সেকি আপনি এভাবে বলছেন কেন!
কিন্তু অনেক স্মার্ট আর সুন্দর হয়ে গেছো?
এভাবে নির্জন রাস্তায় পথ আটকালেন কেন?
ও তাই , তোমার সাথে পরিচিতি হচ্ছি।
পথ ছাড়েন ,আমি যাবো না হয় চিৎকার দিবো।
এই না!সেই যে দশ বছর আগে একবার চিৎকার দিলে ! তোমার বাবার ভয়ে আমি এখনো গ্রাম ছাড়া!
এই তুমি কি দীপ
কেন ? এই নামের কাউকে চিনতে ?
শুধু চিনি না , যুগ যুগ ধরে চিনি ।
তুমি মিথ্যে বলছো?
দূর মশাই মিথ্যে বলবো কেন?
দেবুর কথা মনে আছে?
সে তো আমরা কাকাত ভাই! আপনি কে ?
আমি সে ! যাকে দেখলে তোমার বুকে ধুপ ধুপ করত!
তুই দীপ! সত্যি করে বল না ! তুই দীপ !
না, আমি দিবা পাগলির দিপ্পা!
এই এত দিন কোথায় ছিলে? একটা চিঠিও না ! ফোন ও না, জানো এফ বি যে কত খুঁজেছি !
সামনে থেকেও তো চিনলে না ,এফবি যে কিভাবে পাবে !
জানো প্রতিটা রাতে ঘুম থেকে জেগে তোমায় খুঁজি, বইয়ের পাতায় শুধু তোমাকে কল্পনা করি ।দুষ্ট কোথাকার! কথা বলবো না!
এই দাঁড়াও ,আমার কথা শুনবে না?
না ! যাও
তোমার দীপ কে যেন আর কেউ না পায় তাই এফবি খুলিনি, যেন কেউ ভালোবেসে না ফেলে তাই বিদেশে ইংলিশ ম্যাম দের সাথে পড়েছি।শুধু তোমার অপেক্ষায় রয়েছি। কাছে এসে জড়িয়ে ধরবে বলে । ভালোবাসবে বলে
দীপ!!
দিবা.……